কানাডা সেদেশের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণ পরিহার এবং সতর্কতার পরামর্শ দিয়েছে।
কানাডা সরকার তথা পাবলিক হেলথ এজেন্সি অফ কানাডার এক ওয়েব বিজ্ঞপ্তিতে গত ২৫ সেপ্টেম্বর 'বাংলাদেশ- এ্যাভয়েড নন-এসেনশিয়াল ট্রাভেল' শীর্ষক এক বার্তায়https://travel.gc.ca/destinations/bangladesh মোতাবেক এই ভ্রমণ সতর্ক নোটিশ প্রদান করা হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
বিশেষ করে গর্ভবতী অর্থাৎ সন্তান সম্ভাবনাকারীদের 'জরুরি' না হলে বাংলাদেশ সফর নয়' বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে! নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক প্রবাসী নারী বলেন, হয়তো মারাত্মক চিকনগুনিয়া জ্বরের কারণে এই সিদ্ধান্ত হতে পারে আবার না-ও হতে পারে!
তবে সঠিক কারণ জন্য এ ব্যাপারে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনারের সাথে যোগাযোগ করা হলে তিনি বরাবরের মতো সাড়া দেননি!
No comments:
Post a Comment