Social Icons

Tuesday, October 3, 2017

ধীর গতিতে চলছে রোহিঙ্গাদের নিবন্ধন

ধীর গতিতে চলছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ। গেলো ১২ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন মাত্র ৪৯ হাজার রোহিঙ্গা।
সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পাসপোর্ট অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করছে। প্রযুক্তিগত কারিগরি সহায়তা বাড়ালে নিবন্ধন কার্যক্রমে আরো গতি আসবে বলে জানান সংশ্লিষ্টরা।
মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫ লাখেরও বেশি রোহিঙ্গার পরিচয় নিশ্চিত ও তালিকা তৈরির জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। যার ফলশ্রুতিতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটির কারিগরি সহায়তায় বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
কুতুপালং ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন,  ‘৪৮টি ওয়ার্ক স্টেশনের মাধ্যমে উখিয়ার কুতুপালং ও থাইংখালী এবং টেকনাফের নয়াপাড়ার তিনটি ক্যাম্পে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম। কারিগরি দিক ও ওয়ার্ক স্টেশন সংখ্যা বাড়ালে এ কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।’
তিনি আরো বলেন, নতুন করে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ শেষ হলে পুরানোদের মধ্যে যারা বাদ গেছে তাদেরও নিবন্ধনের আওতায় আনা হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates