বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার মূল্যে পিএসজিতে যাওয়ার কিছুদিন পরই এডিনসন কাভানির সঙ্গে ব্রাজিল সুপারস্টার নেইমারের বিবাদ প্রকাশ্যে আসে। পেনাল্টি কিক নেওয়া নিয়ে দুজনের মধ্যে বিবাদের শুরু।
ক্লাব মালিক এবং কোচের হস্তক্ষেপে সেই বিবাদ মিটে গেলেও এখনো নাকি অশান্তির ঝড় চলছে ফ্রান্সের ক্লাবটিতে!
আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে তারা খেলতে নামছে বেলজিয়ামের দল অ্যান্ডারলেখ্টের বিপক্ষে। অ্যান্ডারলেখ্টের নাকি পিএসজিতে হারানোর 'অলৌকিক' হুমকি দিয়ে রেখেছে! কিন্তু এর চেয়ে বড় অলৌকিক মনে করা হচ্ছে, নেইমার এবং এডিনসন কাভানির সম্পর্ক স্বাভাবিক হয়ে আসা। এটা যেন হয়েও হচ্ছে না। প্যারিসের সংবাদমাধ্যমের একাংশের খবর, এডিনসন কাভানি নাকি পিএসজি ছেড়ে চলে যেতে পারেন। যদি সত্যিই তিনি চলে যান, তার পেছনে পেনাল্টি মারা নিয়ে নেইমারের সঙ্গে ঝামেলাই কারণ হয়ে থাকবে।
পিএসজি ক্লাবের পক্ষ থেকে যদিও বারবার বলা হচ্ছে, তাদের এখন সুখের সংসার। নেইমার-কাভানি পেনাল্টি নিয়ে আর কোনো বিতর্ক নেই। সংবাদমাধ্যমে কিন্তু জল্পনা চলছেই যে, বিতর্কের আগুন শুধুই চাপা দিয়ে রাখা গেছে। একেবারে নিভিয়ে ফেলা যায়নি।
আর তার কারণ হিসেবে বলা হচ্ছে, নেইমারকে ক্লাবের কর্মকর্তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন।
পেনাল্টি মারার ক্ষেত্রে ২২২ মিলিয়ন ইউরোর মূল্যের নেইমারই যে অগ্রাধিকার পাবেন, সেই সিদ্ধান্ত নিতে দেরি করেনি ক্লাবটির মালিক খেলাইফি এবং কোচ। যেহেতু নেইমারই তাদের সবচেয়ে বড় তারকা, ক্লাবের সবচেয়ে জনপ্রিয় মুখ। নেইমারকে বেশি গুরুত্ব দেওয়া কাভানি কি ঠিকভাবে মেনে নেবেন? কারো কারো সন্দেহ যাচ্ছে না। তাই পিএসজিতে বেজে চলছে ভাঙনের মৃদু সুর!
No comments:
Post a Comment