Social Icons

Tuesday, October 17, 2017

মানবপাচারের নতুন রুট জর্জিয়া

 বিশ্বের অধিকাংশ দেশেই বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলোতে যাওয়ার প্রক্রিয়া অনেক জটিল। একদিকে যেমন বিদেশে যেতে টাকা লাগে অন্যদিকে যাওয়ার প্রক্রিয়ার ধাপগুলোও বেশ জটিল। যার কারণে আমাদের দেশে সাধারণ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও দারস্থ হচ্ছে দালালদের কাছে। অবার যারা কাজের উদ্দেশ্যে বিদেশের যাচ্ছে তারা দালালদের দারস্থ হচ্ছে তার প্রধান কারণ বিদেশে ভালো মানের কাজ পাওয়ার জন্য। যদিও মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিদিন প্রচুর বাংলাদেশিদের বিদেশে পাচার করছে এই দালালচক্রগুলো।
কিন্তু বর্তমানে গণমাধ্যমে পাচারকৃত ব্যক্তিদের অবস্থা তাদের উপর নির্যাতনের চিত্র খুব ভালো ভাবে ফুটে উঠায়। বিশ্বের বিভিন্ন দেশ পাচার রোধে নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। যার কারণে আগে অবাদে পাচার করার মতো আর কোনো ব্যবস্থা নেই দালালচক্রগুলো। যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের মাধ্যমে নতুন নতুন রুট তৈরি করছে দালালচক্রগুলো। আর এ রুটগুলো দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এমনি একটি নতুন রুট জর্জিয়া। ইউরোপের একটি প্রজাতন্ত্র দেশ জর্জিয়া। দেশটিতে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা রছেয়ে অনেক। কিন্তু এ দেশটির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে পাড়ি দিচ্ছে অনেক বাংলাদেশি।
গত ১২ অক্টোবর অবৈধভাবে জর্জিয়ার সীমান্ত পাড় হওয়ার সময় ছয়জন বাংলাদেশিকে গ্রেফতার করছে জর্জিয়ার সীমান্ত পুলিশ। গ্রেফতারকৃত বাংলাদেশিরা জর্জিয়া থেকে তুরস্কে যাওয়ার চেষ্টা করছিল। জর্জিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জর্জিয়ার নিয়ালা এন ৫ বর্ডার সেক্টর এলাকায় আটক করা হয়। পুলিশ তদন্ত করে আরও জানিয়েছে, সন্দেহভাজনরা তুরস্ক থেকে প্রাপ্ত কোন বৈধ কাগজপত্র ছাড়াই দলবদ্ধ হয়ে সেখানে যাওয়ার ‍উদ্দেশ্যে জর্জিয়ার সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। জর্জিয়ার আইন অনুযায়ী সেদেশের বর্ডার পুলিশ অপারেটিভ-ইনভেস্টিগেশনের সদর দপ্তর থেকে গ্রেফতারকৃতদের বিষয়ে তদন্ত করেছে।
জর্জিয়ার বিভিন্ন সীমান্তে এভাবে আটক হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে দেশটিতে। একই সাথে গ্রেপ্তারকৃতদের মধ্যেও বাড়ছে বাংলাদেশিদের পরিমাণ। কারণ এই বছরের ১০ মাসের মধ্যে জর্জিয়া সীমান্তের বিভিন্ন জায়গায় প্রায় দশ জায়গা প্রচুর বাংলাদেশি আটক হওয়ার খবর পাওয়া গিয়েছে। জর্জিয়া সীমান্ত পুলিশের থেকে জানা যায়, দেশটিতে আগে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ, সুদান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মানুষের পরিমাণ বেশি ছিলো কিন্তু বর্তামনে এ দেশগুলো ছাপিয়ে বাংলাদেশিদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
ইউরোপ আজ আমাদের কাছে এক স্বর্গ রাজ্য। অনেক বাংলাদেশি আজও মনে করে ইউরোপের কোনো একটি দেশি যেতে পারলেই বছরে অনেক টাকা আয় করতে পারবে। আর এই কারণেই বৈধ উপায়ে না পারলেও অবৈধ উপায়ে পাড়ি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। যার কারণে দিনদিন বাড়ছে ইউরোপের অবৈধ বাংলাদেশিদের পরিমাণ। অন্যদিকে ইউরোপ অবৈধভাবে পৌছানোর জন্য বাড়ছে নতুন নতুন রুট। তাই এই নতুন রুটে বাংলাদেশিদের পাচার হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশি সরকারের দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন পাচার হওয়ার ভুক্তভোগি ও তাদের পরিবাররা।
তারা জানিয়েছে, মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের বিদেশে নিয়ে যাচ্ছে দালালরা। তবে যে কাজের নাম করে তাদের বিদেশে নিয়ে যাচ্ছে তেমন কোনো কাজের সন্ধানই পাচ্ছে না বাংলাদেশিরা। তাই তারা জানিয়েছে, দালালদের নতুন নতুন রুট বন্ধ করতে পারলে দালালদের কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। যার কারণে দালালদের দৌরাত্ম কমানোর জন্য পাচারের নতুন রুট গুলো বন্ধ করা সবার আগে প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates