জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার বিরুদ্ধে ফের বাধা দিতে যাচ্ছে চীন।
এ জন্য ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলো।
কিন্তু এ বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদের দেশগুলোর মতভেদ রয়েছে- এমন অজুহাতে এর বিরোধিতা করে আসছে চীন।
মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করা নিয়ে প্রস্তাবটি গত আগস্ট মাসের বৈঠকে তিন মাসের জন্য আটকে দিয়েছিল চীন।
আগামী বৃহস্পতিবার প্রস্তাবটি ফের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটিতে উত্থাপিত হবে।
এর আগে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘মাসুদকে নিয়ে যে প্রস্তাব আনা হচ্ছে, তা নিয়ে মতভেদ রয়েছে।’
চীনের এ মুখপাত্রের বক্তব্য থেকে স্পষ্ট যে, মাসুদকে নিয়ে যে পুরনো অবস্থান চীনের, তা থেকে কোনোভাবেই সরে আসছে না তারা।
যার সহজ মানে হল- নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা ফ্রান্স জঙ্গি মাসুদকে নিয়ে চাপ বাড়ালেও চীন একইভাবে তার বিরোধিতা চালিয়ে যাবে। আনন্দবাজার পত্রিকা।
No comments:
Post a Comment