ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনাল্ডো একটি টিভি চ্যানেলের অনুরোধে সাজিয়েছিলেন একাদশ।
এই দলে প্রাধান্য দিয়েছেন ব্রাজিল ও ইতালির খেলোয়াড়দের। দুই দেশ থেকে তিনি নিয়েছেন ৮ জনকে। ব্রাজিল থেকে ৪ জনকে বেছে নিলেও জায়গা দেননি তার সময়ের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রোনালদিনহোকে।
তার বাছাই করা দলে জায়গা দিয়েছেন আর্জেন্টিনা থেকে ২ জন ও ফ্রান্সের ১ জন খেলোয়াড়কে।
এস্পোর্তে ইন্তেরাতিভো নামে এক ব্রাজিলীয় টেলিভিশন চ্যানেলে ঘোষণা করা রোনাল্ডোর একাদশে রয়েছেন- পেলে, ম্যারাডোনা, জিদান, রবার্তো কার্লোস, কাফু, পাওলো মালদিনি, ফাবিও ক্যানাভারো, জিয়ানলুইজি বুফন, আন্দ্রে পিরলো, লিওনেল মেসি ও রোনাল্ডো নিজে।
৪-৪-২ ফরম্যাটের ফিল্ড প্লেসমেন্টের ফরোয়ার্ড লাইনে নিজের সঙ্গে রেখেছেন ব্রাজিলীয় ‘গুরু’ কিংবদন্তি পেলেকে।
No comments:
Post a Comment