Social Icons

Sunday, October 9, 2016

ব্রাজিলের সুন্দরীদের দেহের ভাঁজে কুপোকাত গোটা দুনিয়া।

 আধুনিকতা মানুষকে সভ্য করছে নাকি আরও করছে অসভ্য এটা বর্তমান সময়ের একটি মূল্যবান প্রশ্ন। একটা সময় ছিল যখন মানুষ অসভ্য জীবন-যাপন করতো। এরপর সভ্যতার সূত্রপাত হওয়ার পর মানুষ ধীরে ধীরে সভ্য সমাজ গড়ে তুলেছে। গত কয়েক দশক আগেও মানুষ সমাজে সভ্য ভাবে বাস করতো। কিন্তু পৃথিবী আধুনিক হওয়ার দিকে যাত্রা শুরু করার পর থেকে মানুষও ভুলতে বসেছে লজ্জা ও সভ্য সমাজ ব্যবস্থা। বিশ্বে এখন নারী-পুরুষ এমন কি পরিবারের সবাই মিলে এক সাথে নগ্ন হয়ে সময় কাটায়।



ব্রাজিলের প্রাইয়া ডু পিনহো ও তামবাবা সৈকত বিশ্বের মধ্যে সবচেয়ে নগ্ন ও যৌনতায় ভরা স্থান। এই স্থানটিতে নগ্ন হওয়া সরকারিভাবে বৈধ। জনসাধারণ অতি সহজে এখানে উলঙ্গ হতে পারে ও গোসল করা, সাতার কাটা ও যৌনতায় মগ্ন হতে পারে। তামবাবা সৈকতটি পারাইবা অঙ্গ রাজ্যে অবস্থিত। রিও ডি জেনোরিওর দক্ষিণে প্রাইয়া ডু এবরিকো সৈকতটি একটি নগ্ন সৈকত। যেখানে নগ্নতার ছড়াছড়ি। এছাড়াও বাহায়া অঙ্গ রাজ্যের মাসসারানডুপিও ও ইসপিরিটো সানটো রাজ্যের বাররা সিকো সৈকতটি নগ্ন। এসকল স্থানে উলঙ্গ হয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো যায়।

শুধুমাত্র ফুটবল বা কফি নয়, লাতিন সুন্দরীদের দেহের ভাঁজে কুপোকাত গোটা দুনিয়া। এই বিষয়টি মাথায় রেখেই যৌন পর্যটনের অন্যতম সেরা ঠিকানা হিসেবে গত এক দশকে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাজিল। দেহ-বিলাসের বিবিধ উপকরণের সম্ভার আছে এখানে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates